শুক্রবার সকালে বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমী ডলু পাড়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন ।

তিনি এসময় আরো বলেন শিক্ষা্র উন্নয়নে প্রয়োজনে আমরা সবাই ভিক্ষার ঝুলি নিয়ে বের হব তবুও শিক্ষার উন্নয়ন করব, কেননা শিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, সমাজে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । শিক্ষকদের ও অভিভাবকের মত দায়িত্ব পালন করতে হবে , লেখা পড়ার মানন্নোয়নের জন্য শিক্ষকদের আরো সচেতন হতে হবে । কোন শিক্ষার্থী যদি কোন বিষয়ে দুর্বল থাকে তাহলে তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির কমিটির সভাপতি পাইহ্লা অং মার্মার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দীপায়ন ঘোষ, উপ-সহকারী প্রকৌশলী আলেক হোসেন, চেমী ডলু পাড়ার হেডম্যান পুলু প্রু, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী খলিলুর রহমান সোহাগ সহ আরো অনেকে।