শুক্রবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত ২০১৪-১৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩-২০১৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদের সভাপতি মিন্টু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জিল্লুর রহমান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: আলী হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি মো: জমির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলোময় চাকমা, নিউ লাইল্ল্যাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত সিং চাকমা।
হিরারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবীন শিক্ষক বেলাল হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বাঘাইছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক মো: হোসেন। অনুষ্ঠানে চেয়ারম্যান উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্কুল পরিচালনা কমিটির সদস্যদের উদ্দ্যেশে বলেন, শিক্ষকরা সঠিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছে কিনা তা তদারকি করতে হবে। তাহলে বুঝা যাবে শিক্ষকরা নিজে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করছেন, নাকি বর্গা শিক্ষক দিয়ে পাঠদান করাচ্ছেন। এ জেলায় শিক্ষার গুনগতমান উন্নয়নে তিনি সকলের সুপরামর্শ ও মতামত প্রদানেরও আহবান জানান।
পরে প্রাথমিক বিদ্যালয়ের নবাগত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩-২০১৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা।
এদিকে ২০অক্টোবর বাঘাইছড়ি দূরছড়ি প্রাথমিক বিদ্যালয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রি বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা সংসদের সভাপতি দীপু শ্রীং লেপচা ও অতিথিবৃন্দরা। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান বাঘাইছড়িমুখ বুদ্দাংকুর বৌদ্ধ বিহারের ৪২তম কঠিন চীবর দানোৎসবে যোগদান করেন।
1 মন্তব্য
উম্মুক্ত ( বাউবি) থেকে পাশ শিক্ষক নিয়োগ দিলে মান বাড়েব!!!!