শিক্ষা উপকরণ নি‌য়ে শিক্ষার্থী‌দের পাশে রাঙামা‌টি পুলিশ সুপার

purabi burmese market

ক‌রোনা প্রাদুর্ভা‌বের কার‌ণে শিক্ষা উপকরণ সংক‌ট থাকায় পড়ালেখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া শিক্ষার্থী‌দের পা‌শে দা‌ঁড়ি‌য়ে‌ছেন রাঙামা‌টি জেলার পু‌লিশ সুপার মোঃ অালমগীর ক‌বির।

আজ সোমবার (১৮ মে) চলমান ক‌রোনার কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলার যে সমস্ত শিক্ষার্থীর শিক্ষা উপকরণ সংক‌টের কারণে পড়ালেখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে সে সমস্ত ‌শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা পু‌লিশ কার্যালয় সু‌ত্রে জানা গে‌ছে, ‘রাঙ্গামাটি জেলা পুলিশ’ ফেসবুক আইডিতে যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষা উপকরণ এর কারণে পড়ালেখার ব্যাঘাত হচ্ছে তাদেরকে ফেসবুক আইডিতে মেসেজ অথবা জেলা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়। রাঙ্গামাটি সদর এলাকায় যে সমস্ত ছাত্র-ছাত্রী শিক্ষা উপকরণের জন্য যোগাযোগ করেছে তাদের কাছে জেলা পুলিশ সদস্যদের মাধ্যমে শিক্ষা উপকরণ পৌঁছে দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাক‌বে ব‌লে জানা গে‌ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।