শিক্ষা প্রতিষ্ঠানে চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলো বীর বাহাদুর ফাউন্ডেশন
বান্দরবানে বীর বাহাদুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয়ে বনজ ফলজ চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
আজ ৪ অক্টোবর ২০২১ সকাল ১১ টাই ছাইংগ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ ও বিদ্যালয়ের প্রধান প্রশিক্ষক সুনতি বড়ুয়ার উপস্থিতিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ১৫০০টি চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশনের সভাপতি খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, প্রধান প্রশিক্ষক সুনতি বড়ুয়া, সহকারী শিক্ষক মিজানুর রহমান’সহ বীর বাহাদুর ফাউন্ডেশনের সদস্য সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
এসময় ফাউন্ডেশনর সভাপতি খলিলুর রহমান সোহাগ বলেন, বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ছাত্র সমাজকে গাছ লাগানোর জন্য উদ্ভুদ্ধ করার জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে চারা বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ চলমান থাকবে।