শিক্ষিত হয়ে একজন মানুষ জাতির জন্য কাজ করতে পারে : রোয়াংছড়িতে ক্যশৈহ্লা

NewsDetails_01

বান্দরবানের রোয়াংছড়ি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা
শিক্ষার কোন বিকল্প নাই,সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষ জাতির জন্য কাজ করতে পারে। দেশ গড়ার কারিগর হয়ে দেশের সম্পদ হিসেবে নিজেকে গড়তে পারে। আজ রোববার সকালে বান্দরবানের রোয়াংছড়ি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একথা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
তিনি আরো বলেন, কর্মরত কোন শিক্ষক নিজ দায়িত্ব বিচ্যুত হলে তাকে ছাড় দেয়া হবে। যে শিক্ষক কাজে অবহেলা করবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
রোববার সকালে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি অংশৈচিং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল,মন্ত্রী প্রতিনিধি নেইতন বুইতিং,রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা,পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ছালে সরকার,সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্তার উদ্দিন,উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মুমিনুল ইসলাম,অব: শিক্ষক মংপু মারমা,সমাজ সেবক ধীরেন ত্রিপুরা।
সহকারী শিক্ষক তপন কান্তি দাশ সঞ্চালনা স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচহ্লা মারমা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

আরও পড়ুন