শিশুদের হাতে খাবার তুলে দিলেন রাঙামাটির পুলিশ সুপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে কোতয়ালী থানা প্রাঙ্গনে খাবার বিতরণ করা হয়।

আজ বৃহস্প‌তিবার রাঙামা‌টির পু‌লিশ সুপার মীর মোদ্‌দাছ্ছের হোসেন নিজে উপ‌স্থিত থেকে মাদ্রাসার ছাত্র ও ছিন্নমুল শিশু‌দের হাতে একবেলার খাবার তুলে দেন। খাবার পে‌য়ে উচ্ছাস প্রকাশ ক‌রে এসব শিশুরা।

এসময় পু‌লিশ সুপার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে ভীষন ভা‌লবাসতেন। বঙ্গবন্ধুর এই আদর্শকে আমাদের মনেপ্রাণে ধারন করা উ‌চিত। সমাজের এ‌তিম, ছিন্নমুল শিশূ‌দের পা‌শে দাঁড়া‌নো সকলেরই দা‌য়িত্ব ও কর্তব্য।

এসময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মোঃ জাহেদুল ইসলাম, কোতয়ালী থানার ও‌সি মোঃ ক‌বির হো‌সেনসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন