শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন এ খাওয়াতে হবে : রাঙামাটির সিভিল সার্জন

শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন এ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খীসা। তিনি বলেন, ভিটামিন এ শিশুদের বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ে ওঠার সক্ষমতা বাড়ায়।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ বুধবার (১২ মার্চ) বি‌কে‌লে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন জানান, গত চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যা‌ম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।

NewsDetails_03

তিনি আরও জানান, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডা. খোকন চাকমা, ডা. মোঃ ইমরুল, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও রাঙামাটির গণমাধ্যমকর্মীরা।

তথ্য অনুযায়ী, এবার রাঙামাটিতে ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

দুর্গম এলাকাগুলোর শিশুদের জন্য বিশেষ কর্মসূচির মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন