শুক্রবার থানচি যাচ্ছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

কাল শুক্রবার বান্দরবানের থানচি উপজেলা সফরে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। থানচি পৌঁছে তিনি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ভোধন ও ভিক্তিপ্রস্তর উদ্ভোধন করবেন। মন্ত্রীর থানচি সফরের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি।

NewsDetails_03

এসময় মন্ত্রী ৫শ আসন বিশিষ্ট মাল্টি পারপাস ভবন, হাইলমারা পাড়া স্কুল ভবন, সাথয় কমান্ডার পাড়া স্কুল ভবন, থানচি -বান্দরবান সড়ক হতে মাখয় কমান্ডার পাড়া যাওয়ার রাস্তা, বিদ্যামনি পাড়া গীর্জা সিঁড়ি ও গীর্জা ভবন, কানাজিউ পাড়া স্কুল ভবন, ছাংদাক পাড়া বৌদ্ধ বিহার ক্যাংঘর উদ্ভোধন করবেন। উদ্ভোধনের পর থেকে উপজেলা সামাজিক, রাজনৈতিক, সরকারী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া বিয়ে, বৌভাতসহ নানা অনুষ্ঠান করতে পারবে।

একই দিনেই প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষি উপকরনের স্প্রে মেশিন, শীত বস্ত্র কম্বল, ভিজিডি কার্ডধারীদের চাল বিতরন করবেন। উপজেলা প্রশাসনে আয়োজনে নব নির্মিত মাল্টি পারপাস হলে মত বিনিময় করবেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর ব্যক্তিগত একান্ত সচিব ও পাহাড় বার্তার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়।

আরও পড়ুন