শুক্রবার বান্দরবানে ব্যান্ড ফেস্ট

NewsDetails_01

দেশের বিভিন্ন ব্যান্ডের অংশগ্রহণের মধ্যে দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় দ্বিতীয় বারের মত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ।

আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) বান্দরবান অরুণ সারকি টাউন হলে এই ব্যান্ড ফেস্টের আয়োজন করেছে দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবান । বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ব্যান্ড ফেস্ট মাতাবে ১০টি ব্যান্ড দল। এগুলো হচ্ছে-সিক্স সোল, খোলা ছাদ আনলিমিটেড, অসম্পৃক্ত, লুনার ইক্লিপস, নির্বাক, লিরিকস, এফ.এম, টিউন বার, মেটাফোর ও হার্টজরিলেশন ।

NewsDetails_03

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৬টার দিকে একটি বেসরকারি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই জানান আয়োজক কমিটি ।

দি ব্যান্ড মিউজিক কমিউনিটি অব বান্দরবানের আহ্বায়ক এডভোকেট কৌশিক দত্ত পাহাড়বার্তা’কে জানান, শিক্ষার পাশাপাশি তরুণদের মেধা ও মনন বিকাশে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজের বিভিন্ন অনৈতিক কাজ হতে তাদের বিরত রাখে, তাই তরুণদের নিয়ে আমাদের আয়োজন ব্যান্ড ফেস্ট ।

আরও পড়ুন