শুদ্ধাচার পুরস্কার পেলেন রাঙামাটি ইউএনও ফা‌তেমা তুজ জোহরা উপমা

NewsDetails_01

সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়‌নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে রাঙামাটি সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরা উপমা জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

বৃহস্প‌তিবার সকা‌লে রাঙামা‌টি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সীমিত আয়োজনের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০১৯-২০২০) এ শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তা‌কে এই‌ পুরস্কার প্রদান করা হয়।

NewsDetails_03

রাঙামা‌টি জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ ইউএনও ফা‌তেমা তুজ জোহরা উপমা,র হাতে শুদ্ধাচা‌রের স্বীকৃ‌তি স্বরুপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফা‌তেমা তুজ জোহরা উপমা বলেন, প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উৎসাহ‌বোধ কর‌ছি। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। এই পুরস্কা‌রের জন্য আমাকে ম‌নোনীত করায় জেলা প্রশাসক ম‌হোদয়সহ সং‌শ্লিষ্ট সক‌লের প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি।

আরও পড়ুন