শুনানির শেষ দিনে ভাগ্য খুলল মাম্যাচিংয়ের

NewsDetails_01

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের শেষ দিন আজ । শেষ দিনে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং ।

বান্দরবান জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক জা‌বেদ রেজা ব‌লেন, জেলা বিএনপির সভাপ‌তি মা ম্যা চিংয়ের ম‌নোনয়ন পত্র বৈধতার সকল কাগজ পত্র আমরা সংগ্রহ করেছি ।

NewsDetails_03

গত ২ ডি‌সেম্বর মনোনয়নপত্র যাচাইবাচাই শেষে ৯ জনের মধ্যে তিনজনকে বৈধ বলে ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা । ওই তিন জন হলেন আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী বীর বাহাদুর উ‌শৈসিং, বিএন‌পির ম‌নোনীত প্রার্থী সা‌চিং প্রু জেরি এবং ইসলামী আ‌ন্দোল‌নের ম‌নোনীত প্রার্থী শওকতুল ইসলাম ।

পরে বাকি ৬ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করলে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং নির্বাচন কমিশনে আপিল করেন । আজ শুনানি শেষে নির্বাচন কমিশন মাম্যাচিং এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন । আর এই নিয়ে বান্দরবান সংসদীয় আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৪ জন ।

আরও পড়ুন