শেখ ফজলুল হক মনির ৮১তম জন্ম বার্ষিকী পালন

NewsDetails_01

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বান্দরবানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির ৮১তম জন্ম দিন উপলক্ষে বান্দরবানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বান্দরবান জেলা গাউছিয়া কমিটির আয়োজনে জেলা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাউছিয়া কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আর বিশেষ আলোচক হিসেবে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী।

অনুষ্টানে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির জীবন নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন অতিথিরা এবং শেষে তার রুহের মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন