শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বাঘাইছড়িতে মানববন্ধন

NewsDetails_01

রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি ও চট্টগ্রামে তথাকথিত সমাবেশের নামে বঙ্গবন্ধুর ম্যুরাল স্বাধীনতার স্তম্ব ভাংচুর করা জামায়েত বিএনপির নেতাকর্মী তথা মাষ্টার মাইন্ডদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যাগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাঘাইছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান আজিজ, ডেপুটি কমান্ডার এন্তাজ আলী, জেলা সদস্য মোক্তার আহমেদ সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, যারা জাতির জনকের স্তম্ভের উপর আঘাত এনেছে তাদের এই দেশে থাকার কোন অধিকার নেই এদের চিহ্নিত করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। আরো বলেন, যতদিন মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্মরা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কোন অপশক্তি কিছুই করতে পারবে না। আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি, আর মুক্তিযুদ্ধের প্রজন্মরা দেশ রক্ষায় সতর্ক প্রহরায় থাকবে।

আরও পড়ুন