শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে থানচিতে বিক্ষোভ
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামাত জোটের অপরাজনীতি, আপত্তিকর, অশালীন, কুরুচিপুর্ন বক্তব্য, হত্যা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবানে থানচি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আজ শনিবার ৪ জুন বিকাল ৪ টায় থানচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেত হয়ে থানচি বাজার ও বাস ষ্টেশন ঘুরে থানচি বাজার প্রাঙ্গনে শেষ হয়।
পরে এক পথ সভা আয়োজন করেন। আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায়, আওয়ামী লীগের সাধারন সম্পাদক অংপ্রু ম্রো সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি উবামং কারবারী’সহ সভাপতি মালিরাং ত্রিপুরা, মোহসীন মিয়া, সাংগঠনিক সম্পাদক সিমন ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের এগিয়ে যাচ্ছে, খাদ্য স্বয়ংসম্পন্ন,আত্ননির্ভরশীল, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে তখনই বিএনপি-জামাত কুচক্রী মহল অবিরত প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে। বিএনপি জামাত পাকিস্তানীদের দোসর হিসেবে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কাজ করছে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।