এসময় ‘শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন’ ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’ ‘শেখ হাসিনার জন্মদিন, আজকে মোদের খুশির দিন’ শ্লোগানে মুখরিত করে তোলে শোভাযাত্রায অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী, যুগ্ম-আহবায়ক জুয়েল চাকমা এবং উপজেলা ছাত্রলীগের সদস্য মো: কামরুল ইসলামসহ মাটিরাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ও পৌর মেয়র মো: শামছুল হক এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন।
প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে একদিন পিছিয়ে বৃহস্পতিবার আনন্দ র্যালি করে ছাত্রলীগ।