শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী না হয়, দেশের অস্তিত্ব থাকবে না : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
বীর বাহাদুর কোন ফ্যাক্টর নই, বীর বাহাদুর না হোক যে কেউ হবে, কিন্তু শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী না হয় তাহলে দেশের অস্তিত্ব থাকবে না, আওয়ামী লীগের কোন অস্তিত্ব থাকবে না, দেশে কোন উন্নয়ন হবে না, সুতরাং শেখ হাসিনাকে আমরা চাই। শেখ হাসিনাকে আগামীতে ক্ষমতায় আনার জন্য আমরা কি কি করেছি, আগামী দিনে আমাদের আর কি কি করার আছে, সে কথাগুলো জনগণের কাছে দ্রুত পৌছাতে হবে। আজ শনিবার সকালে জেলা শহরের অরুণ সারকী টাউন হলে ছাত্রলীগের এক বর্ধিত সভায় এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন,একজন ছাত্র হিসেবে আমরা গর্ব অবশ্যই করবো। কারণ ছাত্রলীগ এমন একটি সংগঠন যেখানে অন্যকোন পেশার নেতা বা কর্মীদের যুক্ত হওয়ার কোন সুযোগ নেই। যারা সুশিক্ষায় শিক্ষিত, যারা বিদ্যার সাথে আছে তাদের সংগঠন ছাত্রলীগ। যারা আগামীতে দেশের হাল ধরবে, যারা আগামীতে দেশের নীতি নির্ধারণ করবে তারা হলেন আজকের ছাত্রলীগ। আজকের ছাত্রলীগরা যদি আগামীতে দেশের নেতৃত্ব দেয় তাহলে আমাদের এই দেশ সোনার দেশে পরিণত হবে।
বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মো. কাউছার সোহাগ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বান্দরবান জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্য অতিথিরা
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শফিকুর রহমান,জেলা আওয়ামী লীগ নেতা শুধাংসু বিমল চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা উজ্জল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সহ সভাপতি হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রবিন বাহাদুর, সাধারণ সম্পাদক জনি সুশীল,বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু,যুগ্ম আহবায়ক টিপু দাশ, পৌর ছাত্রলীগের সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশু।
এসময় বান্দরবান জেলা ছাত্রলীগের ৭টি উপজেলা, ৩৩টি ইউনিয়ন ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা কলেজ ছাত্রলীগ ও বান্দরবান জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন