শোক দিবসে রুমায় বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ
বান্দরবানের রুমা ব্যাটালিয়ানের (৯বিজিবি) উদ্যোগে আজ রোববার ১৫ আগস্ট দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গরীব দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহদত বার্ষিকীতে যথাযথ পর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সদরঘাট এলাকা ও সায়াগ্র পাড়ার মোট ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক বিএ-৫৫২১ লেঃ কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল।
এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার মেজর ফজলে রাব্বি ও এসিস্টেন্ট ডিরেক্টর ক্যাপ্টেন তহিদ জামান ও ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার।