সংকক ম্রো’র মৃত্যুতে ক্যশৈহ্লা’র শোক প্রকাশ

বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাংলাই ম্রো’র মা সংকক ম্রো’র অকাল প্রয়াণে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা গভীর শোক প্রকাশ করেছেন।

NewsDetails_03

রোববার (১০ জানুয়ারি) এক শোক বার্তায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগ ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ হতে সংকক ম্রো’র পারলৌকিক সদগতির প্রার্থনা করি এবং তাঁর পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধাঞ্চলি ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, সংকক ম্রো আজ রোববার (১০ জানুয়ারি) ভোরে বান্দরবান সদর উপজেলার ১২ মাইল নামক এলাকার নিজ বাসভবনে মারা যান। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু স্বজন রেখে যান।

আরও পড়ুন