সংগঠন করলে হবে না, ভালো সংগঠক হতে হবে : বীর বাহাদুর

NewsDetails_01

লাল মোহন বাগান যুব সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
শুধু সংগঠন করলে হবে না, ভালো সংগঠক হতে হবে। আর সেই ভালো সংগঠকের কারনেই একটি সংগঠন , ক্লাব বা সমিতি তার পূর্ণতা লাভ করতে পারে। আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে বাস্তবায়িত বান্দরবান সদর উপজেলার লাল মোহন বাগান যুব সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরের উদ্বোধন কালে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সংগঠন গড়ে তোলা যায়। শুধু নামে সংগঠন করলে হবে না, সংগঠনের মাধ্যমে এলাকার গরিব অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থেকে সংগঠনকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান করেন।
শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার লাল মোহন বাগান এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের ১০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত বান্দরবান সদর উপজেলার লাল মোহন বাগান যুব সমবায় সমিতি লিঃ এর অফিস ঘরের উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াছির আরাফাত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক (পি ডি) মো. আব্দুল আজিজ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আবুল কালাম, লাল মোহন বাগান যুব সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর, লাল মোহন বাগান যুব সমবায় সমিতির সভাপতি সন্তোষ দাশ, সহ সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক খোকন লাল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ বাবুল তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, প্রচার সম্পাদক কার্তিক দাশ, দপ্তর সম্পাদক পিন্টু দাশ, সদস্য সচিব মোঃ দেলোয়ার সহ সমিতির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

আরও পড়ুন