সংবাদ সম্প্রচার বন্ধ হচ্ছে চ্যানেল নাইনের : কর্মীদের অব্যাহতি

NewsDetails_01

দেশের বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল নাইন তাদের সংবাদ সম্প্রচার বন্ধ করতে যাচ্ছে। বার্তা বিভাগের সব কর্মীকে এ কারণে তিন মাসের নোটিশে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার চ্যানেল নাইন’র ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান স্বাক্ষরিত নোটিশে এসব বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ থেকে এই চ্যানেলে আর খবর এবং এ-সংক্রান্ত অনুষ্ঠান প্রচারিত হবে না। ওই তারিখ থেকে বিনোদন, খেলা এবং এ-সংক্রান্ত অনুষ্ঠান প্রচারিত হবে। এনায়েতুর রহমান বিজ্ঞপ্তিতে এ অবস্থায় বার্তা বিভাগের সব কর্মীকে অব্যাহতি দানের সিদ্ধান্ত জানান। চ্যানেলটির সংবাদ বিভাগ বন্ধ হওয়ার ফলে চ্যানেলটি জেলা, বিভাগসহ হেড অফিসের সংবাদকর্মীরা চাকুরিহারা হবেন।
২০১২ সালের ৩০ জানুয়ারি চ্যানেল নাইন যাত্রা করে। সৈয়দা মাহবুবা আকতার চ্যানেলটির চেয়ারম্যান ও এনায়েতুর রহমান বাপ্পি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন