সংবাদ সম্মেলন করে বিদ্রোহী প্রার্থীরা বললেন কাজ করবে নৌকার পক্ষে

purabi burmese market

রাঙামাটির লংগদু উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন জানিয়ে দুই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) লংগদু উপজেলা রেষ্ট হাউজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মাইনীমুখ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ এরশাদ সরকার ও গুলশাখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ রকিব হোসেন।

প্রার্থীতা প্রত্যাহারকারী দুই প্রার্থী সহ তাদের অভিভাবক লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম এর দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণাপত্র জেলা আওয়ামী লীগকে প্রত্যাহার করার আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, জেলা যুবলীগের সদস্য শাহ মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।