বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যে কোনো ধরনের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে।
তিনি আরো জানান, বান্দরবানে এবার ১হাজার ৩শত ৪৬ জন পুলিশ সদস্য জেলার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে আর তার পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।
প্রসঙ্গত,বান্দরবানে আওয়ামীলীগ থেকে বীর বাহাদুর উশৈসিং,বিএনপি থেকে সাচিং প্রু জেরী, ইসলামী আন্দোলন থেকে শওকতুল ইসলাম ও ইসলামী ঐক্যজোট থেকে মো: বাবুল হোসেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবার নির্বাচনে অংশ নিচ্ছে। ১শত ৭৬টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ৪৬ হাজার ১শত ৮৩ জন ভোটার তাদের ভোট প্রদানের মাধ্যমে আগামী দিনের সংসদ সদস্য নির্বাচন করবে।