জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজারমাঠ সংলগ্ন বীর বাহাদুরের বাসভবনে জেলার প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
এই ব্যাপারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উপ প্রচার কমিটির আহবায়ক সাদেক হোসেন চৌধুরী বলেন, বান্দরবানের বিগত দিনের কর্মকান্ডের মূল্যায়ন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে বান্দরবান ৩০০ নং আসনে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয় বীর বাহাদুর উশৈসিং এমপি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বীর বাহাদুর, বিএনপি থেকে সাচিং প্রু জেরীসহ মোট প্রার্থী রয়েছে তিনজন।