সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র বির্নিমাণের দাবিতে বান্দরবানে মানববন্ধন
“সচেতন, সংগঠিত ও সোচ্ছার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বির্নিমাণের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০১ মার্চ) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্যে রাখেন সুশাসনের জন্য নাগরিক বান্দরবান পার্বত্য জেলা কমিটির সভাপতি ডনাই প্রু নেলী, সিনিয়র সহ-সভাপতি অংচমং মারমা, সাধারণ সম্পাদক মংশেনুক মারমা, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রসিদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বির্নিমাণ করতে হবে। আমরা চাই আমাদের দেশের শিশু ও নারীদের নিরাপত্তা এবং আমরা চাই দেশের শিশু ও নারীরা শান্তিতে বসবাস করতে পারে।