সংস্কার ছাড়া নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ : মুফতি ফয়জুল করিম
“সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম। তিনি আরও বলেছেন, জনগণ তা মেনে নেবে না।
আজ সোমবার রাঙামাটি পৌরসভা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করা জরুরি, অন্যথায় নির্বাচন গ্রহণযোগ্য হবে না। একই সঙ্গে গণহত্যাকারীদের বিচার করার দাবিও জানিয়েছেন তিনি।

তিনি বলেন,”জালিমের বিচার করলেই মজলুমের পক্ষে থাকা হয়, জালিমের বিচার না করলে মজলুমরা কষ্ট পাবে।”
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামকে কেউ আলাদা করতে চাইলে দেশের মানুষ তা মেনে নেবে না। পার্বত্য চুক্তির সমালোচনা করে তিনি বলেন, “এই চুক্তি সম্পাদন ঠিক হয়নি, পাহাড়ে বৈষম্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে সমান অধিকারের ব্যবস্থা করতে হবে।”
ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জসীমউদ্দীনের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তালুকদার, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নূর হোসেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইদুজ্জামান রোমান।
সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।