বান্দরবান লালন পরিষদের সভাপতি দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র ইসলাম বেবী, কুষ্টিয়া লালন পরিষদের সদস্যসহ বান্দরবানের শিল্পীরা। অনুষ্ঠানে পরস্পরের সঙ্গে ভাববিনিময় ও সাধুসঙ্গের লোভে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে , পরিণত হয়েছে গুরু-শিষ্যের মিলন মেলায়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, লালন মানুষের মধ্য বিভেদ ভুলে ভাল ও সৎ পথে চলার জন্য সাধনার জগৎ বেছে নিয়ে মানুষের সেবা করেছেন এবং তার গানের মাধ্যমে তুলে এনেছেন সকল মানুষের মনের ভিতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে। এসময় অনেকে বলেন, এ অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। লালন যে দর্শনের কথা প্রচার করেছেন, সেটা হলো মানুষের প্রতি ভালোবাসা। সবার চেয়ে বড় পরিচয় আমরা মানুষ।
উল্লেখ্য, বাংলা ১২৯৭ সালের ১ কার্তিক প্রয়াণ হয় বাউল সম্রাট লালন শাহের।