সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বান্দরবানে ত্রিপুরা জনগোষ্ঠীর মানববন্ধন
রাঙামাটির বিলাইছড়িতে কুকিচিন সন্ত্রাসী গ্রুপের হামলায় বান্দরবানে মানববন্ধন কর্মসূচী করেছে ত্রিপুরা জনগোষ্ঠীরা।
আজ রোববার সকালে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ (বিটিকেএস) উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাসনাল আর্মি ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীর হামলায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে ত্রিপুরা সংসদ ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণী পেশার শতশত লোকজন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিপুরা সংসদের উপদেষ্টা দেনদোহা ত্রিপুরা, মানবাঅধিকার কর্মি
সত্যহা পাঞ্জী ত্রিপুরা, গার্বিয়াল ত্রিপুরা প্রমুখ।
প্রসঙ্গতঃ গত ২১জুন বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ায় পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকিচিন ন্যাসনাল আর্মি ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীরা গুলি করে ৩ জনকে হত্যা এবং ২ শিশু গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীদের হুমকিতে বড়থলি ইউনিয়নের তিনটি পাড়ার ৯২টি পরিবার গ্রাম ছেড়ে বান্দরবানে পালিয়ে এসে আশ্রয় নেয়।