ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের মৃত্যুতে রাঙামাটি জেলার বাঘাইছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ শুক্রবার কাচালং বাজার জামে মসজিদের ইমাম মাওলানা কাউছার উদ্দিন নুরীর আহবানে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলি বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাঘাইছড়ি উপজেলা শাখা ও বাঘাইছড়ি ইমাম মোয়াজ্জিন সংহতি পরিষদ এবং মুসলিম উম্মাহর উপস্থিত সমাবেশ বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী আব্দুস শুক্কুর মিয়া সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পৌরসভার কাউন্সিলর জবাহার উদ্দিন সরকার ও মোহাম্মদ পারভেজ আলী সহ উপজেলা বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জিন ও সর্বস্তরের মুসলিম উম্মাহ।
এতে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদ বিন হাবিব, চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুল আমিন কুতুবী, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের ইমাম মাওলানা কবির আহমেদ, পুরাতন মারিশ্যা জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাত পরিচালনা করেন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়া’তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ছৈয়দ মোঃ আব্দুল বারী।