সন্ত্রাস দমনের আগে উগ্রবাদ’কে প্রতিরোধ করতে হবে

উগ্রবাদই হচ্ছে সন্ত্রাসবাদের বীজ। এ‌কে অঙ্কু‌রেই সমূলে দমন করতে হবে। উগ্রবাদকে বাড়তে দেয়া মানে সন্ত্রাসবাদ বেড়ে যাওয়া। তাই সন্ত্রাস দম‌নের আগে উগ্রবাদকে প্র‌তিরোধ করতে হবে। এজন্য সমাাজের প্র‌তি‌টি ক্ষেত্রে প্র‌তি‌নি‌ধিত্বকারী‌দের অগ্রনী ভু‌মিকা পালন করতে হবে।

রাঙামা‌টিতে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় “উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের ভূমিকা” নিয়ে অনু‌ষ্ঠিত দিনব্যাপী সেমিনারে পু‌লিশ সুপার মীর মোদদাছছের হোসেন এ কথা ব‌লেন।

আজ বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপি রাঙামা‌টি জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় পলও‌য়েল পার্ক হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

পু‌লিশ সুপার ব‌লেন, জেলার কোথাও কোন জঙ্গীবাদ বা উগ্রবাদ জাতীয় কোন বিষয় সম্পর্কে অবগত হলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে অবহিত কর‌বেন।

‌সে‌মিনা‌রে বক্তব্য রা‌খেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অপরাধ) মাহমুদা বেগম, দৈ‌নিক গি‌রিদর্পন সম্পাদক এ‌কে এম মকছুদ আহমেদ, রাঙামা‌টি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ছাত্র সমা‌জের প্র‌তি‌নি‌ধি সো‌হেল উ‌দ্দিন।

এর আগে পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহকারী পু‌লিশ ক‌মিশনার রোখসানা ইসলাম সুজানা।

এসময় বক্তারা উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতি বিশেষ ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সে‌মিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী, সুশীল ও ছাত্র সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন