সবুজায়নে লামা যুবলীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সারা দেশে গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানের লামা পৌরসভা এলাকায় ফলজ, বনজ ও ওষুধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার ২ হাজার ৫০০ গাছের চারা রোপন করেছেন, পৌর শহর যুবলীগ নেতাকর্মীরা।

আজ বুধবার (২৯জুলাই) দিনব্যাপী যুবলীগ সভাপতি সাইদুর রহমান সাইদ ও সাধারন সম্পাদক রাজিব রক্ষিতের নেতৃত্বে পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে এসব গাছের চারা রোপন করা হয়।

এ সময় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসাইন, সহ-সভাপতি সজীব, রিদুয়ান, হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। দেশে বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশত বার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে এ কর্মসূচির আয়োজন বলে জানান লামা পৌর শহর যুব লীগের সভাপতি সাইদুর রহমান সাইদ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।