সব ধরণের ভাতা প্রদান একমাত্র শেখ হাসিনা চালু করছেন : উহ্লাচিং
দেশে কোনো বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধীসহ সব ধরণের ভাতা প্রদান একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করছেন। এর আগে কোনো সরকার অসহায়দের ভাতা চালু করতে পারেনি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানের রুমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং এসব কথা বলেন।
প্রধান অতিথি উহ্লাচিং মারমা বলেন, আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে, এটা প্রধানমন্ত্রী ঘোষণা। তাঁর এই ঘোষণা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে দলীয় গৃহিত কাজগুলো ছাত্রলীগের নেতাকর্মীদের স্বচ্ছ ও আদর্শের সঙ্গে এগিয়ে যেতে হবে। সরকারের গৃহিত কাজগুলো যাতে সুন্দর ও সুষ্ঠু হয়, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। এতে করে বিশ্বে আমরা মাথা উচু দাঁড়াতে হবে।
আজ বুধবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় রুমা ছাত্রলীগের উদ্যোগে এক বর্নাঢ্য শুভযাত্রা বের করা হয়। রুমা বাজারসহ এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ শেষে দলীয় প্রাঙ্গণে মিলিত হয়। পায়রা উড়িয়ে রুমা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলীপ কুমার দাশ, সহসভাপতি নাছির উল্লাহ মীর, সহসভাপতি সুধীর দাশ, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, মহিলা আওয়ামী সাবেক সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা ও ছাত্রলীগের সাবেক সভাপতি রাজিব মল্লিক প্রমুখ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক অংচোওয়াং মারমা উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন রুমা ছাত্রলীগের সভাপতি আনোয়াম বম।
পরে দরিদ্র অসহায় ১০জন শিক্ষার্থীকে আর্থিক অনুদান ও ১০০ জন শীতার্ত অসহায়দের মাঝে শীত নিবারনের জন্য শীতে কম্বল বিতরন করা হয়।