সমবায় সমিতি গঠন করলে হবে না, সঠিকভাবে পরিচালনা করতে হবে : মুহাম্মদ মাসুম বিল্লাহ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, শুধু নামে বেনামে সমবায় সমিতি গঠন করে সরকারী ঋণ গ্রহণ করলে হবে না, সঠিকভাবে সরকারী নিয়ম মেনে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদোক্ত্য সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি,আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায়ের অভিলক্ষ্য নিয়ে সমবায় কার্যালয় কাজ করে যাচ্ছে। বান্দরবানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ৫৬২টি আর বিআরডিবি ভুক্ত সমিতির সংখ্যা প্রায় ৫ শতাধিক। বান্দরবান জেলায় প্রায় ৪৪ হাজার মানুষ সমবায়ের সাথে জড়িত আর এই সদ্যসদের জমাকৃত মূলধন প্রায় ১০৬ কোটি টাকা।

NewsDetails_03

এসময় তিনি আরো বলেন, নিজে একার পক্ষে যা করা সম্ভব নয় সমবায় গঠন করে দলবদ্ধভাবে সকলের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হয়, আর তাই নিজের ও দেশের উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। সরকার সমবায় গঠন ও সমবায়ীদের উন্নয়নে বিভিন্নভাবে সহায়তা করছে বলে মন্তব্য করে তিনি সমবায়ের সমিতি সৃষ্টি এবং সকলের পরামর্শে সুন্দরভাবে, সরকারী নিয়ম মেনে সমবায় সমিতি পরিচালনার আহবান জানান। যথাযথ সরকারী নিয়ম মেনে যারা সমবায় করবে তাদের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

দিবসটি উপলক্ষ্যে সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সমানে রেখে নানা আয়োজনে বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। বান্দরবান সমবায় কার্যালয়ের জেলা সমবায় কর্মকর্তা ফাতেমা বেগম এর সভাপতিত্বে এসময় সহকারী পুলিশ সুপার মো. ছালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম, এম, শাহ্ নেয়াজ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন, বান্দরবান সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মো.জাবেদ মীরজাদা সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবান জেলার ৪টি নিবন্ধিত সমিতির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের হাতে সর্বমোট ৪ লক্ষ টাকার ঘূর্ণায়মান তহবিলের চেক তুলে দেন প্রধান অতিথি।

আরও পড়ুন