সম্প্রীতি নিয়ে কোন প্রশ্ন নেই : মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, বান্দরবান জেলায় সম্প্রীতি নিয়ে কোন সমস্যা নেই । এখানে সম্প্রীতি, বন্ধুত্ব সব কিছু আছে । এটা নিয়ে বারবার বিতর্ক করা হচ্ছে । সম্প্রীতি নিয়ে কোন প্রশ্ন নেই আমরা খুবই ভাল আছি, শান্তিতে আছি।

শনিবার সকালে মারমা জনগোষ্ঠীর সামাজিক উৎসব সাংগ্রাই এর বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ।

NewsDetails_03

শোভাযাত্রা আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নেতারা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সুনেতৃত্বের কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সুখি, সমৃদ্ধি, শান্তি, সম্প্রীতি দেখতে পাচ্ছি, আগামীতে আরও বেশি হবে । সকল দল, সকল মত, সকল সম্প্রদায় নির্বিশেষে সুখ আর শান্তি চাই । আর সম্প্রীতির বান্দরবান নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবো ।

পরে স্থানীয় রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে মন্ত্রী বীর বাহাদুর বয়স্ক ব্যক্তিদের পূজায় অংশ নেন ।

আরও পড়ুন