জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরপার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, বান্দরবানকে উন্নয়নকে যারা স্বীকার করে না , সম্প্রীতিকে যারা বিশ্বাস করে না, যাদের প্রতি মানুষের আস্থা নেই এ ধরনের কিছু কিছু মানুষ সরকারের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে কাজ করছে । কিন্তু এটা সম্প্রীতির বান্দরবান । বান্দরবানকে এমন কিছু করতে দিব না আর যদি করতে চান তাহলে তাকেও ছাড়া হবে না ।
শনিবার সকালে বান্দরবান জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে আয়োজিত সভায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে তিনি একথা বলেন ।
তিনি আরো বলেন, বান্দরবানে একটা মসজিদ হলে একটা মন্দির হবে, একটা মন্দির হলে একটা গীর্জা হবে আর একটা গীর্জা হলে একটা বিহার হবে। কারণ এটা সম্প্রীতির বান্দরবান ।
কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, সম্প্রীতি বিনষ্টকারীদের কোন ধরনের সুযোগ না দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর ।