এদিন সরই ইউনিয়নে ১০ শষ্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, হাছনাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন, হাছনা ভিটা হতে ধুংছাপাড়া পর্যন্ত নির্মিত রাস্তা উদ্ভোধন, সরই উচ্চ বিদ্যালয়ের ভবন উদ্বোধন ও ইউনিয়ন পরিষদ হতে হাছনাভিটা পর্যন্ত রাস্তা উদ্বোধন শেষে আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এরপর তিনি সরই বাজারে সুইচ টিপে সরই থেকে গজালিয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন।