সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম প্রসারে রাঙামাটিতে সেমিনার
সরকারি খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রমের প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা বিষয়ে রাঙামাটিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল আদালতর সম্মেলন কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিস, রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো.আমানত উল্লাহ শাহীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠী যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান কার্যক্রম চালু রেখেছে। এই কার্যক্রম আরও ব্যাপকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেমিনারে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।



