সরকারি সেবা পেতে কল করুন ১০৯৮

NewsDetails_01

শিশু সুরক্ষার লক্ষ্যে , শিশুর সহায়তায় চাইল্ড হেল্পলাইন সরকারি সেবা পেতে কল করুন ১০৯৮ নম্বরে ।

বুধবার ৮ জানুয়ারি থানচি সরকারি উচ্চ বিদ্যালয় সভা কক্ষে দিনব্যাপী চাইল্ড হেল্পলাইনের সচেতনতা বৃদ্ধিমূলক ওরিয়েন্টেশন ও মোবাইল টিম গঠন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সত্যজিদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ।

NewsDetails_03

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ ( সিএসপিবি) প্রকল্পের আওতায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও ইউনিসেফ এই আয়োজন করে ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ ।

কর্মশালায় ২৫ জন বিভিন্ন শ্রেণি পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন । পরে উপজেলা সমাজ সেবা অফিসার সতজিৎ মজুমদারকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট হেল্পলাইন মোবাইল টিম গঠন করা হয় ।

আরও পড়ুন