মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলাশহরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনটি উপলক্ষে পৌর টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার টাউন হলরুমে এসে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সিভিল সার্জন ডা: মোঃ শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা নুরনবী চৌধুরী প্রমুখ।