পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নে পিছিয়ে নেই উপজেলা থানচি । উন্নয়নের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে কলেজ, হাসপাতাল সহ নানা স্থাপনা । যার সুফল ভোগ করছে জনসাধারন ।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রী উন্নয়ন মূলক দুটি কাজের উদ্বোধনের পর স্থানীয় বাজারে শ্রমিকলীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন ।
শ্রমিকলীগের আয়োজিত সভার আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি দুই দিনের সফরের প্রথম দিনে বান্দরবানের দূর্গম থানচি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২কোটি টাকা ব্যয়ে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । পরে ৯৫ লক্ষ টাকা ব্যয়ে থানচি থেকে ছান্দাক পাড়া সড়কের উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিপাড়া ৫৭বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাবিবুল করিম, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ক্যসাপ্রু, ফিলিপ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশল মো: আবদুল আজিজ, থানচি উপজেলা চেয়ারম্যান ক্যাহ্লাচিং মার্মা, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ।
শ্রমিকলীগের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্গম পাহাড়ের মানুষের কথা চিন্তা করেছিল বলেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী ।