সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি করেছে : কাপ্তাইয়ে দীপংকর তালুকদার

NewsDetails_01

বর্তমান সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি করেছে, যার ফলে সরকারি অনেক প্রতিষ্ঠানে তাঁরা সুনামের সাথে কাজ করে আসছেন। বঙ্গবন্ধুর আদর্শকে যারা বুকে ধারণ করবেন তাদের সংগঠনে জায়গা হবে। আজ শনিবার বিকেল ৪ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা এবং নব নির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি প্রকৌশলী শুভাষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সম্পাদক প্রকৌশলী বিউটি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ জামান এর সঞ্চালনায় এইসময়

NewsDetails_03

এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তঞ্চঙ্গ্যা এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিব হোসেন তানিম।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আজম এরশাদুল মন্ডল।

এর আগে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি সহ আমন্ত্রিত অতিথিদেরকে কাপ্তাই উপজেলা শাখার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন