সর্ম্পক না মানায় আলীকদমে যুবকের আত্মহত্যা

NewsDetails_01

পরিবার প্রেমের সর্ম্পক মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে বান্দরবানের আলীকদমের চিনারীর বাজার এলাকায় এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারী) ভোর রাতে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি চিনারী বাজার এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জোবাইর (১৯) তার শয়নঘরের বাশেঁর সাথে রশি টাঙিয়ে আত্মহত্যা করেন।

NewsDetails_03

স্বজনরা জানান, একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল মোঃ জোবাইরের। পরিবার সে সর্ম্পক মেনে না নেওয়ায় অভিমান করে আত্মহত্যার এই ঘটনা ঘটিয়েছেন। তবে রাতে কয়টার দিকে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছেন তা সঠিকভাবে বলতে পারছেন না স্বজনরা। সকালে শয়ন কক্ষে তাকে বাশেঁর সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার জানান, যতটুকু শুনেছি স্থানীয় ও পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে ধারণা করছি, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন