বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হলেন রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহাবুব হাসান বাবু।
গত ১৭ জুলাই ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন বগুড়া শেরপুরের কেল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হন ঢাকা নাজনীন স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ জসিম উদ্দিন।
এদিকে মাহাবুব হাসান বাবু কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক এবং পেশাজীবিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।