বৌদ্ধ সম্প্রদয়ের ধর্মীয় উৎসব এর পাশাপাশি নতুন বছরের সূচনাতে পুরানো বছরের গ্লানি মুছে দিয়ে ও নতুন মহা সাংগ্রাই ও শুভ নববর্ষ বরণের উৎসব আমেজে মেতে উঠেছে সবাই। ওই মহা উৎসবে পঞ্চ শীল,অষ্টশীল ও দশম শীল গ্রহণ,ঐতিহ্যবাহী পিঠা তৈরী,,হাজার প্রদীপ পূজা,পিন্ডা দান,পিন্ড দান,বুদ্ধ পূজাসহ নাদিক পূজা সজ্জিত হচ্ছে বিভিন্ন বৌদ্ধ বিহারে। অনুষ্ঠিত হবে নৃত্য তালে তালে নাদি সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোয়াংছড়ি উপজেলা সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনায় মহা সাংগ্রাই উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।