সংশ্লিষ্ট সূত্র পাহাড়বার্তাকে জানায়, প্রতিবছরের মতো এই বছরও জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে শনিবার সকাল সাড়ে নয়টায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি’র রাজারমাঠস্থ বাস ভবনে বাংলা নববর্ষ ও বৈসাবি’র শুভেচ্ছা বিনিময় করবেন। এ উপলক্ষ্যে ইতিমধ্যে স্থানীয় সংবাদকর্মীদের ফোনে আমন্ত্রন জানানো হয়েছে। এসময় পার্বত্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে নিয়ে নববর্ষের কেক কাটবেন বলে জানা যায়।
এই ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি পাহাড়বার্তাকে বলেন, নববর্ষ উপলক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হবে।