সাংবাদিক বুরহান উদ্দিন হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেস ক্লাবে প্রতিবাদ সভা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাপ্তাই প্রেস ক্লাব এর উদ্যোগে আজ রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০.৩০ মিনিটে কাপ্তাই প্রেস ক্লাব দপ্তরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এর সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেন, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া। প্রতিবাদ সমাবেশে কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, দৈনিক ইনফু বাংলার কাপ্তাই প্রতিনিধি অর্নব মল্লিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিকের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।