সাংবাদিক রোজিনার মুক্তি দাবি করলেন লামার সাংবাদিকরা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে বান্দরবানের লামা উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

NewsDetails_03

আজ বুধবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলায় কর্মরত সাংবাদিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা ও আটকের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি ও তার বির্ুেদ্ধ দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন