সাংসদ বাসন্তী চাকমার পদত্যাগের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ

NewsDetails_01

সাংসদ বাসন্তী চাকমার পদত্যাগের দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশ
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা সংসদে দাঁড়িয়ে উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন। যার কারণে বাসন্তী চাকমার পদত্যাগ দাবি করছেন বান্দরবানের পার্বত্যবাসী নামে একটি সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এমপির পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। এ সময় অর্ধশতাধিক নারী-পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনটির নেতা মো: আলী, আরাফাত এবং মিজানুর রহমান সহ আরো অনেকে । বাসন্তী চাকমা সংবিধান ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে পাহাড়ের সম্প্রীতি নষ্ট করতে চাইছেন। পাহাড়ের জনগণ তাকে ক্ষমা করবে না বলে সমাবেশে বলেন বক্তারা ।

আরও পড়ুন