সাঙ্গু ও মাতামুহুরী নদীর অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ মুক্ত করার দাবি

NewsDetails_01

সাঙ্গু ও মাতামুহুরী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ মুক্ত করার লক্ষ্যে বান্দরবানে সচেতনতমূলক মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল ।

রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মনবববন্ধন করেন সংগঠনটির কর্মীরা ।

নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা এমেচিং মারমা এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার সংগঠনের সভাপতি ডনাই প্রু নেলী।

NewsDetails_03

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা কামাল পাশা, সভাপতি বাবু মনি, সহ-সভাপতি লিটন চক্রবতী, সাধারণ সম্পাদক দিপিকা চাকমা। মানবন্ধনে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস পেপ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মিজ রূপনা দাশ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলার মধ্যে বয়ে যাওয়া দুই নদী সাঙ্গু ও মাতামুহুরীর দুই পাড় অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে নদীর পানি দূষিত হচ্ছে । এত বছরেও নির্ধারণ করা হয়নি নদীর সীমানা ।

এ সময় বক্তারা নদীর দুই পাড়ে অবৈধ দখল উচ্ছেদ, নদীর পানি দূষণ মুক্ত এবং নদীর সীমানা নির্ধারণের জোর দাবী জানান ।

মানববন্ধনটি আয়োজন করেন প্রমোশন অব এগ্রো ইকোলজি প্র্যাকটিসেস ইন সিএইচটি ।

আরও পড়ুন