সাঙ্গু ও মাতামুহুরী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ মুক্ত করার লক্ষ্যে বান্দরবানে সচেতনতমূলক মানববন্ধন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল ।
রবিবার (১৩ ডিসেম্বর) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এ মনবববন্ধন করেন সংগঠনটির কর্মীরা ।
নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা এমেচিং মারমা এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার সংগঠনের সভাপতি ডনাই প্রু নেলী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা কামাল পাশা, সভাপতি বাবু মনি, সহ-সভাপতি লিটন চক্রবতী, সাধারণ সম্পাদক দিপিকা চাকমা। মানবন্ধনে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস পেপ প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা মিজ রূপনা দাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলার মধ্যে বয়ে যাওয়া দুই নদী সাঙ্গু ও মাতামুহুরীর দুই পাড় অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে নদীর পানি দূষিত হচ্ছে । এত বছরেও নির্ধারণ করা হয়নি নদীর সীমানা ।
এ সময় বক্তারা নদীর দুই পাড়ে অবৈধ দখল উচ্ছেদ, নদীর পানি দূষণ মুক্ত এবং নদীর সীমানা নির্ধারণের জোর দাবী জানান ।
মানববন্ধনটি আয়োজন করেন প্রমোশন অব এগ্রো ইকোলজি প্র্যাকটিসেস ইন সিএইচটি ।