সাজেকে কলাবোঝাই চাঁদের গাড়ি উল্টে নিহত ২

NewsDetails_01

রাঙ্গামাটি জেলার সাজেকে কলাবোঝাই চাঁদের গাড়ি উল্টে খাদে পড়ে দুজন নিহত হয়েছে।

আজ বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

NewsDetails_03

নিহতরা হলেন, উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার ইলিয়াস হোসেন (৪৫) ও সাজেক মাচালং এলাকার অনন্ত ত্রিপুরা (৪০)।

স্থানীয়রা জানান, সকালে মাচালং বাজার থেকে একটি চাঁদের গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাট বাজারে আসছিল। পথে ওই স্থানে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল হক (নুর ) জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন