রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নাম্বার এলাকায় চাঁদের গাড়ী উল্টে ৯ জন আহত হয়েছে। আজ বুধবার সকালে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে মাচালং এলাকা থেকে একটি চাঁদের গাড়ি যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ব্রেকে সমস্যার কারণে গাড়ীটি সড়কের উপর উল্টে যায়। এতে নয়জন যাত্রী অাহত হন। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা। তাদের মধ্যে রবি চাকমা ও সামি উদ্দিন নামে দুইজনের অবস্থা আশংকা জনক। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
সাজেক থানার ওসি নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।